আদা (Ginger Root)

0

 

সাধারণ গুণাগুনঃ

আদা কটুরস, কপনাশক, হজমকারক, সর্দি,কাশি, বায়ুনাশক,শ্বাসকষ্ট, স্বর পরিস্কারক, পেটফাপা, বলবর্ধক, শুক্র ও বীর্যবর্ধক ও যকৃত রোগ সহ আরো বিভিন্ন রোগে উপকারী।

উপকারিতাঃ

  • সর্দি-কাশি,ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি জ্বরে আদা-চা একটি উৎকৃষ্ট পানীয় হিসেবে পরিচিত। ডিমের কুসুম অর্দ্ধ সিদ্ধ সহ আদা সেবনে শুক্রবৃদ্ধি ও গাড় হয়। পোস্তদানার সাথে সেবনে রতিশক্তি বৃদ্ধি পায়। আদার রস ব্যবহারে প্রস্রাব বৃদ্ধি পায় এবং শোথ রোগ ভাল হয়ে যায়। 
  • আদার তেল ফুলা অপসারক এবং ব্যথা, বাত ব্যথা, সন্ধি ব্যথা, কান ব্যথা, অর্দ্ধাঙ্গ ও স্নায়ুমন্ডলের ব্যথায় বিশেষ উপকারী। শুঁঠের গুঁড়া এক গ্রাম মাত্রায় এক কাপ গরম পানিতে মিশিয়ে কিছুদিন খেলে পুরাতন আমাশয় ভাল হয়ে যায়। শিশুর সর্দি-কাশিতে আদার রস, তুলসী পাতার রস এবং মধু সমপরিমানে খেতে দিলে বিশেষ ফল পাওয়া যায়। রসুন ও মধু সহ আদার রস একত্রে খেতে দিলে শ্বাস-কষ্ট রোগে বিশেষ ফল পাওয়া যায়।












হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top