পিতরাজ বা রয়না এক প্রকার মাঝারি ধরনের দর্শনীয় চিরসবুজ বৃক্ষ। পিতরাজ গাছ সাধারণত ৪০-৪৫ ফুট উচু হয়ে থাকে। গাছের ছাল পুরু, ভিতরের অংশ ঈষৎ লাল, পাতা যৌগিক, পত্রদন্ডের দুই দিকে সমান্তরাল ভাবে পাতা হয় এবং অগ্রভাগে একটি পাতা থাকে। ফল গোলাকৃতির মসৃণ,শাঁসযুক্ত এবং ঈষৎ লাল অথবা ফিকে পীত বর্ণের হয়ে থাকে। বর্ষাকালে ফুল ও ফল হয়। পিতরাজের বীজ থেকে তৈল পাওয়া যায়। পিতরাজ কফ নিঃসারক এবং অতিরিক্ত লালা নিঃসরণরোধক। তাছাড়া উচ্চ রক্তচাপ ও অতিরিক্ত কোলেষ্টেরল লেভেল হ্রাস করে। বমনকারক, মেধাশক্তি বৃদ্ধিকারক, জ্বরনাশক, শ্বাসকষ্ট এবং বাত-ব্যথা উপশম করে। পিতরাজের ফলে রয়েছে প্রচুর পরিমাণে স্যাপোনিন এবং মিউকোরোসিনআছে যাহা পানির সাথে ফেনা তৈরী করে। ফলের খোসায় স্যাপোজেনিন, হেডেরাজেনিন এর মতো মুল্যবান রাসায়নিক উপাদান বিদ্যমান থাকায় ইহা মানব দেহের জন্য খুবই উপকারী। পিতরাজের ফল ও ছাল ঔষধে ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- ১০০ মিঃগ্রাঃ পরমিাণ ফল চুর্ণ ১০০ মিঃলিঃ গরম পানিতে ২ ঘন্টা ভিজিয়ে রেখে , পরবর্তিতে ছেকে নিয়ে নিয়মিত ৭ দিন সকাল-সন্ধ্যায় ২ বার করে সেবন করলে ঋতুস্রাবের সমস্যা দুর হয়।
- ২০০ মিঃগ্রাঃ পরমিাণ ফল চুর্ণ ২০০ মিঃলিঃ গরম পানিতে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে , পরবর্তিতে ছেকে নিয়ে সমপরিমাণ আরক গোলাপ মিশিয়ে, নিয়মিত ২১ দিন সকাল-সন্ধ্যায় ২ বার করে সেবন করলে মেধাশক্তি বৃদ্ধি পায়।
- ২০০ মিঃগ্রাঃ পরমিাণ ফল আধা চুর্ণ ২০০ মিঃলিঃ গরম পানিতে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে , পরবর্তিতে ছেকে নিয়ে ২/৩ চা চামচ তুলসী পাতার রস ও ২/৩ চামচ মধু মিশিয়ে, নিয়মিত ১০-১২ দিন সকাল-সন্ধ্যায় ২ বার করে সেবন করলে শ্বাসকষ্ট ও জমাট বাদা কফে উপকার পাওয়া যায়।
- ৫ গ্রাম পরিমাণ মুলের ছাল ৫০০ মিঃলিঃ পানিতে জ্বাল করে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে ছেকে, সমপরিমাণ দুধ সহ নিয়মিত কিছুদিন সকাল-সন্ধ্যায় ২ বার করে সেবন করলে , রক্ত অর্শ ও অর্শের বলি রোগে উপকার পাওয়া যায়।
- ৫ গ্রাম পরিমাণ গাছের ছাল ৫০০ মিঃলিঃ পানিতে জ্বাল করে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে ছেকে, সমপরিমাণ পানি সহ নিয়মিত কিছুদিন সকাল ও রাতে আহারের পর ২ বার করে সেবন করলে ,যকৃত বা লিভারের রোগে উপকার পাওয়া যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



