গাঁদাফুল (Marigold)

0


 গাঁদাফুলের গাছ বীরুৎজাতীয় উদ্ভিদ। তবে এর ডালপালা বিস্তার করে ছোট  ঝোপের মত সৃষ্টি হয়। গাঁদা ফুল বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়, গাঁদাফুল একটি অতীপরিচিত পুল। বহুপাপড়ি বিশিষ্ট হলুদ বা লালচে হলুদ বর্ণের ফুল হয়ে থাকে। গাছের পাতা এবং ফুল ঔষধী কাজে ব্যবহার হয়ে থাকে।

সাধারণ গুণাগুণঃ

  • বিভিন্ন ধরনের  প্রসাধনী তৈরিতে সুগন্ধি হিসেবে গাঁদাফুল ব্যবহার হয়ে থাকে।
  • শরীরের কোন অংশ কেটে গেলে গাছের পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেব দিলে তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হয়, কাটা অংশ জোড়া রেগে যায় এবং ব্যথা বেদনা কমে যায়।
  •  শরীরের কোন অংশে ক্ষত বা ঘা হলে পাতার রস দ্ধারা আক্রান্ত স্থান ধৌত করলে এন্টিসেপ্টিকের কাজ করে ঘা দ্রুত নিরাময় হয়।
  • গাঁদাফুলের পাপড়ির রস ২ চা-চামচ সমপরিমাণ মাখনের সাথে একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন খেলে , অর্শ বা গেজের রক্ত ঝড়া বন্ধ হয়ে অর্শের বলি মিলিয়ে যায়।
  • গাঁদাফুলের পাপড়ির রস, নারিকেল তেলের সাথে মিলিয়ে ১৫/২০ দিন মাথায় মাখলে খুশকি দূর হয় এবং চুল ঘন কালো বৃদ্ধি পায়।

           আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।



















                                                                                                                                                                                                                                                                                                                                                                                      হাকীম মোঃ গাজীউর রহমান,ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top