থানকুনি (Indian pennywort)

0


 থানকুনি অত্যন্ত বলকারক। পাতা ও কান্ড আমাশয়ে, বিশেষ করে এমিবাজনিত আমাশয়ে প্রয়োগ করা হয়। থানকুনি পাতা অংগজ প্রজনন পদ্ধতির মাধ্যমে দ্রুত বংশ বিস্তার করে। থানকুনি পাতা ছায়াযুক্ত স্থানে ‍ও সহজেই জন্মায়। থানকুনি দেহের ক্লান্তি দুরীকরণ ও লাবণ্য রক্ষা, অপুষ্টিজনিত কৃশতা,এবং স্নায়ু শক্তি বৃদ্ধি করে। থানকুনি পাতায় ট্রাইটার্পিন, গ্লাইকোসাইড, স্টেরল, উদ্বায়ী তেল ও বিভিন্ন জৈব এসিডের মত রাসায়নিক উপাদান বিদ্যমান থাকায় শরীরের বিভিন্ন অর্গানে যুক্ত হয়ে সকল প্রকার অন্তরীন বিশোধন করে থাকে। থানকুনি পেটের ব্যথা ও আমাশয়ে বিশেষ কার্যকরি। থানকুনি পাতা, কান্ড, শিকড় ততা সমগ্র উদ্ভিদই  ঔষধে ব্যবহৃত হয়।

সাধারণ গুণাগুণঃ
  • যে শিশুরা উপযুক্ত বয়স হওয়ার পর ও কথা বলতে পারে না বা পরিস্কার করে কথা বলতে পারে না। এরূপ অবস্থায় থানকুনি পাতার রস ,এক  চা-চামচ পরিমান গরম করে ঠান্ডা হওয়ার পর এর সাথে আধা-কাপ ঠান্ডা দুধ ও ২০-২৫ ফোঁটা মধু একত্রে মিশিয়ে ১৫/২০ দিন খাওয়ালে শিশুদের কথা বলার প্রতিবন্ধকতা থাকবেনা।
  • এক  চা-চামচ থানকুনি পাতার রস ,আধা - কাপ দুধ ও এক চা-চমচ মধু  একত্রে মিশিয়ে ১/২ মাস প্রতি রাতে শোয়ার পূর্বে নিয়মিত খেলে স্মৃতিশক্তি পুণ:প্রতিষ্ঠিত হয়।
  • মহিলাদের অনিয়মিত ‍ঋতুস্রাব রোগে থানকুনি পাতা শুকিয়ে চুর্ণ করে , দৈনিক তিনবার ৫-১০ মিঃগ্রাঃ করে খেলে ঋতুস্রাব রোগ দ্রুত নিরাময় হয়।
  • যে সব ব্যক্তিগন প্রাপ্ত বয়স হওয়ার পর ও কথা বলতে গেলে তোতলামি করে, ঐ সকল ব্যক্তিরা প্রতিদিন সকালে খালি পেটে ২-৩ টা থানকুনি পাতা চিবিয়ে খেলে ,তোতলামি দ্রুত নিরাময় হয়।
  • ২০ মিঃলিঃ থানকুনি পাতার রস ও ১ চা-চামচ মধু একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন সকাল-সন্ধ্যায় খালি পেটে সেবন করলে শরীরের ঘা ও পচন ধরায় উপকার পাওয়া যায়।
                              
                            আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।
                                            

                                                          থানকুনি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।




















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top