ভেরেন্ডা গাছ গ্রাম বাংলার অতি পরিচিত একটি ঔষধী গাছ। এই গাছের রয়েছে অনেক গুণ। এই গাছের বীজ থেকে তেল হয়।ভেরেন্ডা গাছের পাতা, ফল ও গাছের শিকড় ঔষধে ব্যবহার করা হয়।
সাধারণ গুণাবলী :
- ৩ চা-চামচ ভেরেন্ডা গাছের মূলের রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে নিয়মিত কিছুদিন সকাল-সন্ধ্যায় খালি পেটে খেলে কোষ্টকাঠিন্য দুর হয়ে স্বভাবিক মল ত্যাগ হবে।
- ৫ গ্রাম পরিমাণ কচি পাতা ২৫০ মিঃলিঃ পানিতে সিদ্ধ করে ছেকে নিয়ে সেবন করলে অম্লশুল রোগে উপকার পাওয়া যায়।
- ১০ গ্রাম পরিমাণ কচি পাতা ঘি দ্ধারা ভেজে নিয়মিত ১ মাস দৈনিক ১ বার করে খেতে দিলে রাতকানা রোগ দ্রুত নিরাময় হয়।
- ভেরেন্ডা গাছের কাঁচা মূল ১৫ গ্রাম পরিমাণ নিয়ে ২৫০ মিঃলিঃ পানিতে সিদ্ধ করে ছেকে নিয়ে নিয়মিত কিছুদিন প্রত্যেহ ১ বার করে সেবন করলে প্রস্রাবের স্বল্পতা ও জ্বালা-পোড়া সেরে যায়।
- ৫ গ্রাম পরিমাণ ভেরেন্ডার বীজ , দুধের সাথে বেটে ফোঁড়ার চার পাশে প্রলেপ দিলে, ফোঁড়া পেকে যায়।
- ভেরেন্ডা বীজের তেল ও পরিমাণমত সৈন্দব লবন একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন দৈনিক ২/৩ বার আক্রান্ত স্থানে মালিশ করলে বাতজনিত ব্যথা সেরে যায়।
- যারা নামাজ পড়তে গিয়ে হাটুতে ব্যথার কারনে রুকু, সিজদা দিতে সমস্যায় পড়েন, পরিমানমত ভেরেন্ডার পাতা বেটে নিয়মিত দৈনিক ২ বার করে ১ মাস হাটুতে প্রলেব দিলে েএই ব্যথা দ্রুত নিরাময় হবে ইনশাল্লাহ।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬




কোন লেখা আসে নাই তো?
ReplyDeleteলেখা কোথায় ?
ReplyDelete