তুলসী অর্থ যার তুলনা নাই। তুলসী গাছ বৃহৎ বীরুৎ বা ছোট গুল্ম জাতীয় সুগন্ধযুক্ত ভেষজ উদ্ভিদ।বাংলাদেশে চার প্রকারের তুলসী গাছ পাওয়া যায়। তুলসী গাছ দেখতে অনেকটা মরিচ গাছের মতো। উচ্ছতায় ২ থেকে ৩ ফুটের মতো হয়। পাতার গোড়ার দিকে করাতের মত খাঁজ কাটা থাকে এবং অগ্রভাগে মোটা ও ক্রমশ সরু পুদিনা পাতার মত। তুলসী পাতা চিবালে অনেকটা পানের স্বাদের মত লাগে। তুলসীর বীজকে ইউনানী পরিভাষায় তোখমে রায়হান বলা হয়। তুলসী বমন ও বায়ু নিস্বারক এবং দেহের যাবতীয় ফুলায় উপকারী। সর্দি, কাশি, হাপাঁনি, বসন্ত, দাদ, কর্নবেদনা, মস্তিস্কের শক্তিবর্দ্ধক এবং মাথা ভ্যথা নাশক। তুলসী পাতায় ইউজেনল ও ফিনোল সমৃদ্ধ উদ্বায়ী তেল , অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, সাইট্রিক, ম্যালিক ও টার্টারিক এসিড বিদ্যমান রয়েছে বিদায় ইহা মানবদেহের জন্য অত্যান্ত উপকারী। শীতকালে ফুল ও ফল হয়। বীজ থেকে চারা হয়। বাংলাদেশে ছেলেমেয়েদের সর্দি-কাশিতে তুলসী পাতার রস ব্যাপকভাবে ব্যবহঋত হয়। সমগ্র গাছ ঔষধে ব্যবহার করা হয়ে থাকে।
সাধারণ গুণাবলীঃ
- তুলসী গাছের মূল শুক্র গাঢ়কারক এবং বাজীকারক। তুলসী পাতা, এলাচি গুড়া, এবং পরিমানমত সালেহ মিছরী একত্রে মিশিয়ে কিছুদিন খেলে ধাতুপুষ্টি সাধিত হয়। তুলসী অত্যন্ত ইন্দ্রিয় শক্তি উত্তেজক। নিয়মিত প্রতিদিন এক ইঞ্চি পরিমাণ তুলসী গাছের শিকড় পানের সাথে চিবিয়ে খেলে ধ্বজভংগ রোগ দ্রুত নিরাময় হয়।
- তুলসী পাতার রস , মধুসহ খেলে শিশুদের পেট কামড়ানো,সর্দি-কাশি, ও লিভার দোষে উপকার সাদিত হয়।
- তুলসী গাছের পাতা লেবুর রসের সাথে ব্যবহার করলে , মূখের মেচতা ও কাল দাগ দূর হয়।
- তুলসী গাছের পাতা ও দুর্বা ঘাসের ডগা একত্রে বেটে গায়ে মাখলে ঘামাচি ও চুলকানি সেরে যায়।
- তাজা তুলসী পাতার রস, পিঁয়াজের রস, আদা, মধু একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন খেলে সর্দি-কাশি কমে যায় এবং হাঁপানী রোগে আরাম হয়।
- শুকনো তুলসী গাছের জোসান্দা সর্দি, স্বরভঙ্গ, বক্ষপ্রদাহ এবং উদরাময় রোগে উপকারী।
- ২০ মিঃ লিঃ পরিমাণ তুলসী পাতার রস ও ৩/৪ টা গোরমরিচ একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার করে সেবন করলে ম্যালিরিয়া জ্বরে উপকার পাওয়া যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



