আপাং গাছের মূল, কান্ড, পাতা ও বীজ ঔষধে ব্যবহার হয়ে থাকে। স্থান ভেদে আপাং গাছ ১-৩ ফুট পর্যন্ত উচু হয়ে থাকে। গ্রীষ্মের শেষ দিকে ফল শুষ্ক হয় এবং মাটিতে পড়ে যায়। আপাংয়ের বীজ কালো।
সাধারণ গুণাগুণঃ
- আপাংয়ের পুষ্প চূর্ণ চিনির সাথে সাথে মিশিয়ে খেলে পাগলা কুকুরের বিষ নষ্ট হয়।
- কাটা স্থানে আপাং পাতার রস দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
- ২/৩ মিঃগ্রাঃ আপাংয়ের বীজ চাল ধোয়া পানির সাথে বেটে নিয়মিত কিছুদিন সকালে খালী পেটে খেলে অর্শ বা ফাইলস্ রোগ দ্রুত নিরাময় হয়।
- কানে ভোঁ ভোঁ শব্দ করলে বা কানে কম শোনা গেলে আপাং গাছের ছাই তিল তেলের সাথে মিশিয়ে ২/১ ফোঁটা করে কানে দিলে বিশেষ ফল পাওয়া যায়।
- আপাং গাছের কিছু পাতা পরিমাণমত আতব চালের সাথে বেটে, ফোঁড়ার চার পাশে প্রলেব দিলে ফোঁড়া সহজে ফেটে যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য জানতে পারবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



