গুলঞ্চ একটি লতানো গাছ, যার সরু সুতার মত শিকড়গুলো মাটির দিকে ঝুলে থাকে। ছাল ধুসরবর্ণ, কাঠ শ্বেতবর্ণ এবং নরম ও চিদ্রযুক্ত। লতার গায়ের ছালগুলো কাগজের মত পাতলা হয়। গুলঞ্চ অত্যান্ত তিতা স্বাদ ও পিচ্ছিল। গুলঞ্চের পাতা সবুজ বর্ণের হয়। গুলঞ্চ পাতা, লতা ও ছাল ঔষধে ব্যবহার করা হয়।
সাধারণ গুণাগুণ:
- ১০ গ্রাম পরিমাণ গুলঞ্চের কাঁচা লতা অর্ধকোটা করে ২০০ মি: লি: পানিতে ৮/৯ ঘন্টা ভিজিয়ে রেখে সকাল-সন্ধ্যা ২ বার খালি পেটে নিয়মিত কিছুদিন সেবন করলে সকল প্রকার চর্মরোগে উপকার পাওয়া যায়।
- ১৫ গ্রাম পরিমাণ গুলঞ্চের কাঁচা লতা অর্ধকোটা করে ২৫০ মি: লি: পানিতে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে নিয়মিত কিছুদিন সেবন করলে ক্ষুধা, যৌনশক্তি বদ্ধর্ক, বীর্য তৈরি ও গাঢ়কারক হিসাবে অতুলনীয়।
- ১০ গ্রাম পরিমাণ গুলঞ্চের কাঁচা লতা অর্ধকোটা করে ২০০ মি: লি: পানিতে ৩/৪ ঘন্টা ভিজিয়ে রেখে দৈনিক ৩ বার নিয়মিত কিছুদিন সেবন করলে সর্ব প্রকার জ্বর , লিভারে অতিরিক্ত চর্বি , পাকস্থলীর জ্বালা-পোড়া ও জন্ডিসে দ্রুত নিরাময় হয়।
- ৫ মি:গ্রা: শুকনো গুলঞ্চের লতার চুর্ণ সমপরিমাণ আখের গুড়সহ প্রতিদিন সকালে খালি পেটে সেবন করলে ডায়াবেটিস রোগে উপকার হয়।
- ১০ মি:লি: গুলঞ্চ লতার রস প্রতিদিন সকাল-সন্ধ্যা খালি পেটে নিয়মিত ৭ দিন সেবন করলে , সকল প্রকার ক্রিমি বিনাশে অতি শীঘ্র উপকার দর্শে।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



