সাধারণ গুণাগুণঃ
- ১০ মিঃ লিঃ ভৃঙ্গরাজ পাতার রস আধা-কাপ দুধের সাথে মিশিয়ে , নিয়মিত কিছুদিন সকাল ও রাতে সেবন করলে , শরীরের দূর্ভলতা কেটে সজীবতা ফিরে আসে।
- পরিমাণমত কান্ড সহ ভৃঙ্গরাজ পাতার রস ,চুলের গোড়ায় দৈনিক ২ বার করে কয়েক লাগালে ,চুল পাকা ও চুলপড়ায় উপকার পাওয়া যায়।
- পরিমাণমত ভৃঙ্গরাজ পাতার রস , কপালে ম্যাসেজ করলে মাথা ব্যথায় উপকার পাওয়া যায়।
- মূলসহ সম্পূর্ণ গাছের রস ৫ মিঃ লিঃ সমপরিমাণ মধুসহ প্রতিদিন সকালে খালি পেটে নিয়মিত কিছুদিন সেবন করলে স্নায়ুবিক দূর্ভলতা কেটে সজীবতা ফিরে আসে।
- পাতার রস পরিমাণমত লবন সহ সেবন করলে পেটের ব্যথা দূর হয় এবং পরিপাকশক্তি বৃদ্ধি পায়।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



