কন্টিকারী বা তিত বেগুন ঘন কাটাযুক্ত ভূলুন্টিত গুল্ম জাতীয় উদ্ভিদ। পাতা বেগুন গাছের পাতার মত। শাখা-প্রশাখা বিশিষ্ট ডাটা ও পাতার শিরায় চিকন চিকন কাটা থাকে। ফুল বেগুন ফুলের মত এবং ফল ছোট বেগুনের মত। ফলের বীজ ও বেগুনের বীজের মত। শীতকালে ফুল ও ফল হয়। ফুল, ফল, ও শিকড় ঔষধে ব্যবহার করা হয়।
সাধারণ গুণাগুণঃ
- ২০ মিঃ লিঃ কন্টিকারী শিকড়ের রস, সমপরিমাণ রাস্না বা ধ্রুপদী গাছের রস একত্রে মিশিয়ে নিয়মিত দৈনিক ৩ বার করে ২০/২২ দিন সেবন করলে , সন্ধি ব্যথা ও গেটে বাত দ্রুত নিরাময় হয়।
- ১০ মিঃ লিঃ কন্টিকারী শিকড়ের রস, সমপরিমাণ তুলসী পাতার রস ও সমপরিমাণ মধু একত্রে মিশিয়ে নিয়মিত দৈনিক ৩ বার করে ১০/১২ দিন সেবন করলে কাশি ও শ্বাস কষ্ট নিরাময় হয়।
- ১০ থেকে ১৫ গ্রাম পরিমাণ সমগ্র উদ্ভিরে অংশ, সমপরিমাণ নিম গাছের ছাল একত্রে মিশিয়ে ৪০০ মিঃলিঃ পানিতে জ্বাল করে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে ছেকে নিতে হবে। নিয়মিত দৈনিক ৩ বার করে ১৫/১৬ দিন সেবন করলে সকল প্রকার চর্মরোগে উপকার পাওয়া যায়।
- শিকড় সহ সমগ্র তাজা গাছের রস ২০ মিঃলিঃ এবং সমপরিমাণ গুলঞ্চের রস একত্রে মিশিয়ে ২ চামচ মধু সহ নিয়মিত দৈনিক ২ বার করে ১০ দিন সেবন করলে, গণোরিয়া ও প্রস্রাবের জ্বালাপোড়া নিরাময় হয়।
- কন্টিকারী মুত্র প্রবাহক ও পাথুরী নাশক, কোষ্টকাঠিন্য নাশক এবং অর্শরোগ নাশক।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

.jpg)

