মৌরি সুগন্ধদায়ক ক্ষুপ জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। গাছ ১ থেকে ২ মিটার পরিমাণ উচু সুক্ষ্ম লোমযুক্ত হয়। মৌরি সরু ইষৎ বক্র লম্বা শিরাযুক্ত হালকা ধুসর সবুজ বর্ণের ছোট ও লম্বা হয় এবং পাকলে হলুদাব বাদামী বর্ণ ধারন করে। মূল, ফল, পাতা ও বীজের তেল ঔষধে ব্যবহার করা হয়।
সাধারণ গুণাগুণঃ
- ৫ মিঃগ্রাঃ মৌরি চূর্ণ এক গ্লাস হালকা গরম পানির সাথে মিশিয়ে দৈনিক ২ বার খাওয়ার পর সেবন করলে ,পাকস্থলী সবল করে এবং ব্যথা ও বায়ু দূর করে।
- মৌরির তেল শরীরের আক্রান্ত স্থানে দৈনিক ৩/৪ বার ম্যাসেজ করলে , মাথা ব্যথা, সন্ধিব্যথা, ও সকল প্রকার বাতের ব্যথা নিরাময় হয়।
- ৫ মিঃগ্রাঃ মৌরি চূর্ণ এক গ্লাস হালকা গরম পানির সাথে মিশিয়ে দৈনিক ২ বার সকালে খালি পেটে ও সন্ধ্যায় খালি পেটে নিয়মিত কিছুদিন সেবন করলে ঋতু প্রবাহক বা রজঃ নিঃসারকে উপকার পাওয়া যায়।
- ৫ মিঃগ্রাঃ মৌরি চূর্ণ এক গ্লাস টাট্কা গরম পানি ও একটি লেবুর রস এবং ২ চামচ মধু একত্রে মিশিয়ে নিয়মিত প্রতিদিন সকালে খালি পেটে সেবল করলে মাতৃ-দুগ্ধ ও শুক্রানোর পরিমাণ বৃদ্ধি পায়।
- ৫ মিঃগ্রাঃ মৌরি চূর্ণ পরিমাণমত ঠান্ডা পানি সহ দৈনিক ২ বার খাওয়ার পর সেবন করলে লিভার, প্লীহা,বক্ষস্থল, মূত্রাশয় ও মূত্রথলীর পাথুরী নির্গত করে।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬




right
ReplyDelete