মেহেদী সর্বপরিচিত একটি গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ। বিয়ের বর-কনে সাজাতে মেহেদীর রয়েছে নানান রকমের ব্যবহার। চুল, দাড়ি রাঙ্গাতে ও সৌন্দর্য বৃদ্ধি করতে মেহেদী ব্যবহার হয়ে থাকে। মেহেদীর পাতা ঔষধে ব্যাবহার করা হয়।
সাধারণ গুণাগুণঃ
- ১০ মিঃ লিঃ মেহেদী পাতার রস পরিমাণমত মধুর সাথে মিশিয়ে নিয়মিত কিছু দিন সকাল-বিকাল খেলে শুক্রমেহ ও প্রস্রাবের জ্বালা-পোড়া রোগে উপকার পাওয়া যায়।
- ১০ মিঃ লিঃ মেহেদী পাতার রস, সমপরিমাণ মেথি ভিজানো পানির সাথে মিশিয়ে নিয়মিত কিছু দিন সকাল-সন্ধ্যা খালি পেটে খেলে শ্বেতপ্রদর দ্রুত নিরাময় হয়।
- ৫ গ্রাম মেহেদী পাতা আধা-কুটা করে ২৫০ মিঃলিঃ পানিতে জ্বাল দিয়ে দৈনিক ৩ বার কিছুদিন গড়গড়া করলে মূখের ঘাঁ ও টলসিলের ব্যাথা সেরে যায়।
- পরিমাণমত মেহেদী পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে বিভিন্ন প্রকার চর্মরোগে উপকার পাওয়া যায়।
- পরিমাণমত মেহেদী পাতা বেটে ১ গ্রাম হরিতকী চুর্ণের সাথে মিশিয়ে মাথায় প্রলেপ দিলে , চুল পাকা, চুল উঠা ও মাথার খুসকি দুর হয়।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



