বাব্চী বিরুৎ জাতীয় ভেষজ উদ্ভিদ। বাব্চী গাছ ৩ থেকে ৪ ফুট উচু হয়। স্বাদ খুব তিতা বলে এর লোক প্রচলিত নাম হাকুচ। ভাদ্র মাসে ফুল ও ফাল্গুন চৈত্র মাসে ফল পাকে। বীজ গোলাকার চ্যাপ্টা মসুরের মত, তবে সামান্য বড়। বুচকিদানা আদার রসে ১ সপ্তাহ ভিজিয়ে রেখে শোধন করে ব্যবহার করতে হয়। বুচকিদানা রক্ত পরিস্কার কারক, বায়ু নাশক, পাকস্থলীর কৃমি নাশক। হৃদপিন্ডের শক্তিবর্দ্ধক ও প্রফুল্লতা আনয়ন কারক। ঘামাচি, চুলকানী, শ্বেতী ও কুষ্ঠ রোগে উপকারী। বুচকিদানাতে রয়েছে তেল, রজন, টার্পিনদ্রব্য, ফ্লাভোনয়েড, ও স্টেরয়ডীয় গ্লাকোসাইড। বুচকিদানা, দানার তেল, পাতা ও মূল ঔষধে ব্যবহার করা হয়।
সাধারণ গুণাগুণঃ
- শ্বেতী রোগ আরোগ্যে বুচকিদানা চূর্ণ ৭৫০ মিঃগ্রাঃ করে সকাল-সন্ধ্যা খালি পেটে নিয়মিত ৪০/৪৫ দিন সেবন করলে শ্বেতী রোগ আরোগ্য হয়। আক্রান্ত স্থানে বীজ চুর্ণ লেবুর রস সহ লাগাতে হবে।
- ২ গ্রাম পরিমাণ শুস্ক বাবচী পাতা চুর্ণ , গরম পানি সহ রাতে শয়নকালে সেবন করলে রক্তদুষ্টি, কৃমি ও কোষ্ঠকাঠিণ্যে উপকার পাওয়া যায়।
- পরিমাণ মত বাবচীর শুস্ক মূল চুর্ণ দিয়ে নিয়মিত কিছুদিন দাঁত মাজন করলে, দাঁতের ক্ষয় রোধে উপকার পাওয়া যায়।
- যে কোন চর্ম রোগে বুচকিদানার তেল আক্রান্ত স্থানে নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার করে প্রলেব দিলে আরোগ্য হবে।
- ৭০০ থেকে ৭৫০ মিঃলিঃ বাবচী পাতার রস নিয়মিত কিছুদিন সকাল-সন্ধ্যায় খালি পেটে সেবন করলে, ছুলি সহ বিভিন্ন চর্ম রোগ দ্রুত নিরাময় হয়।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



