লেটুস পাতা ( Lettuce)

0


 

লেটুস পাতা একটি ভেষজ সবজি।  এর পাতা প্রশস্ত ও সবুজ বর্ণের। বীজ বপনের ১/২ মাসের মধ্যে লেটুস পাতা খাবারের উপযোগী হয়। শীতকালে এর চাষ হয় এবং হালকা ছায়াতে  এর ফলন বৃদ্ধি পায়। এর ডাল পালা সরু, ডালের চর্তুদিকে ফুল হয় এবং ঐ ফুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ হয়। লেটুস বীজ ১ থেকে ৩ গ্রাম পর্যন্ত সেবন করা যায়। লেটুস পাতা বিশুদ্ধ আখলাত বা ধাতুরস সৃষ্টি করে এবং ছফরার তিব্রতা নাশক ও রক্ত পরিস্কার কারক। পিত্তনাশক, মূত্রবর্ধক, পিপাসা নিবারক, সুনিদ্রা আনয়নকারক ও মাথা-ব্যথা প্রশমক। তাছাড়া পিত্তজনিত জ্বর, মূত্রনালীর ক্ষত, চুলকানি, জন্ডিস, ডায়াবেটিস ও শুক্রতারল্যে কার্যকরী। লেটুস পাতায় ভিটামিন-সি, ফলিক এসিড, ক্যারোটিন এবং আয়রন বিদ্যমান। কেরোটিন যা দৃষ্টিশক্তি ও চোখের সুরক্ষায় অত্যান্ত কার্যকরী।  এর পাতা, বীজ, ফুল ও তেল ঔষধে ব্যবহৃত হয়।


সাধারণ গুণাগুণঃ

  • ৩০ মিঃলিঃ পরিমাণ পাতার রস  ও সম-পরিমাণ গুলঞ্চের রস একত্রে মিশিয়ে নিয়মিত ১০ দিন, দৈনিক ২ বার করে সেবন করলে মূত্রকৃচ্ছতা রোগে উপকার পাওয়া যায়।
  • ২ গ্রাম পরিমাণ বীজ চুর্ণ ও সম-পরিমান জাম বীজ চুর্ণ  একত্রে মিশিয়ে দৈনিক ২/৩ বার করে সেবন করলে ডায়াবেটিসে উপকার পাওয়া যায়।
  • ২ গ্রাম পরিমাণ বীজ চুর্ণ ও সম-পরিমান ধনিয়া চুর্ণ  একত্রে মিশিয়ে নিয়মিত  ১৫/১৬ দিন, দৈনিক ২ বার করে সেবন করলে মাথা ব্যথা ও অনিদ্রা জনিত সমস্যায় উপকার পাওয়া যায়।
                            
                             আশাকরি আজকের  এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।




















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top