মুন্ডি / মুন্ডিতিকা / ছাগলনাদী ( Globle thistle )

0


 মুন্ডি গাছ প্রায় ১ ফুট লম্বা বিশিষ্ট ছোট বর্ষজীবী বিরুৎ জাতীয় ভেষজ উদ্ভিদ। পাতা গুলো ডিম্বাকৃতির ভৃঙ্গরাজ পাতার মত কিনারা কাটা ও পাতার উভয় দিকে সাদা বর্ণের লোমযুক্ত। ফুল ছোট ও গোলাকার বেগুনী বর্ণের এবং ফল মসৃণ। শীতকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত এর ফুল ও ফল হয়। তাজা ফুল বেগুনী, সামান্য সুগন্ধযুক্ত ও তিক্ত স্বাদযুক্ত হয়। মুন্ডি রক্ত পরিস্কারক ও রক্তরোধক এবং অন্ত্রনালীর রোগে উপকারী। শরীরের দুর্গন্ধ ও গন্ডমালা রোগে উপকারী। স্মৃতিশক্তি বর্ধক ও স্তনের শৈথিল্যতা কমায়। স্নায়ুবিক শক্তিবর্ধক, প্রোষ্টেট গ্লান্ডের বৃদ্ধি প্রশমক, রক্ত অর্শ ও চর্মরোগ প্রশমক। ফুল ও পাতায় উদ্বায়ী তেল, ল্যাকটোন, অ্যালকালয়েড ও গ্লাইকোসাইড বিদ্যমান থাকায় ইহা মানব দেহের জন্য খুবই উপকারী। মুন্ডি ফুল, পাতা ও মুল ঔষধে ব্যবহৃত হয়।

সাধারণ গুণাবলীঃ
  • ৫ গ্রাম পরিমাণ ফুল চুর্ণ  ৫০ মিঃলিঃ ফুটন্ত গরম মিশ্রিত করে নিয়মিত কিছু দিন , দৈনিক ২ বার করে সেবন করলে প্রোষ্টেট গ্লান্ডের বৃদ্ধি জনিত রোগে উপকার পাওয়া যায়।
  • ২  গ্রাম পরিমাণ ফুল চুর্ণ  ৫০ মিঃলিঃ ফুটন্ত গরম মিশ্রিত করে নিয়মিত কিছু দিন , দৈনিক ২ বার করে সেবন করলে স্নায়ুবিক দুর্বলতায় উপকার পাওয়া যায়।
  • ৫ গ্রাম পরিমাণ মূল চুর্ণ পরিমাণমত মধুসহ নিয়মিত কিছু দিন দৈনিক ২ বার করে সেবন করলে পাকস্থলীর দুর্বলতায় উপকার পাওয়া যায়।
  • প্রয়োজন মত মুল আক্রান্ত স্থানে নিয়মিত কিছু দিন দৈনিক ২ বার করে প্ররেপ দিলে রক্ত অর্শে উপকার পাওয়া যায়।
  • ৫ গ্রাম পরিমাণ মুল চুর্ণ পানিসহ নিয়মিত কিছু দিন দৈনিক ২ বার করে সেবন করলে চর্ম রোগে  উপকার পাওয়া যায়।
  • প্রয়োজন মত পাতার রস আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্তরোধক হিসেবে কাজ করে।


                                      আশাকরি আজকের  এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।




















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top