নিশিন্দা ছোট বৃক্ষ জাতীয় উদ্ভিদ এর উচ্চতা প্রায় ১০-১২ ফুট হয়ে থাকে। পাতাগুলি যৌগিক ৩-৫ ফলক বিশিষ্ট। পাতার উপরের দিক গাঢ় সবুজ এবং নিচের দিক ফিকে সবুজ বর্ণের। ফুল নীলাভ বেগুনী বা নীলাভ সাদা। বীজ অনেকটা গোলমরিচের মত তবে আকারে ক্ষুদ্রাকৃতির। শীতকালে ফুল ও ফল হয়। পাতায় সবুজাভ হলুদ বর্ণের উদ্বায়ী তেল, অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, জৈব এসিড, ষ্টেরল ও এমাইনো এসিড বিদ্যমান রয়েছে। নিশিন্দা বাত ব্যথা, সন্ধিবাত ও সন্ধিপ্রদাহে বিশেষ কার্যকরী। নিশিন্দা সংকোচক ও লঘুকারক এবং ব্যথা প্রশমক। নিশিন্দা সর্দিজ্বর, কৃমিনাশক, বলকারক, শ্লেষ্মা নিবারক, মুত্রথলির ব্যথা ও গেটেবাতে উপকারী। নিশিন্দা গাছের পাতা, শিকড়, ফুল এবং ফল সবই উপকারী। নিশিন্দা গাছের পাতা ও বীজ ঔষধে ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- পা মচকে গেলে বা ফুলে গেলে নিশিন্দা পাতা গরম করে আক্রান্ত স্থানে বেন্ডিস করে ২ ঘন্টা পর পর নতুনভাবে বেন্ডিস করলে দ্রুত আরোগ্য লাভ করবে।
- নিশিন্দা পাতার সিদ্ধ পানি দ্ধারা সেচন করলে যোনির ক্ষত ভাল হয়ে যায়।
- নিশিন্দা পাতা শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত কিছুদিন ভাতের সাথে খেলে ক্ষুদা বৃদ্ধি পায়।
- নিশিন্দা পাতার রসে তৈরি করা তৈল মাথায় মাখলে খুশকি দুর হয় এবং ছোট ছেলে-মেয়েদের মাথার চুল পড়া বন্ধ হয় ও নতুন টাক ভাল হয়।
- শরীরের কোন স্থানে টিউমার হলে নিশিন্দা পাতা শিলে পিষে গরম করে নিয়মিত ১০/১২ দিন লাগালে দ্রুত নিরাময় হয়।
- কানের ব্যথায় নিশিন্দা পাতার রস ৫মিঃলিঃ ও সরিষার তেল ৫মিঃলিঃ একত্রে গরম করে নিয়মিত কিছুদিন ২ ফোঁটা করে কানে দিলে কানের ব্যথা দ্রুত নিরাময় হয়।
- চুলকানি রোগে তিলের তেলের সাথে নিশিন্দা পাতার রস একত্রে গরম করে আক্রান্ত স্থানে কিছুদিন মালিশ করলে চুলকানি সেরে যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬




Where are find the ingredients?
ReplyDelete