কালোমেঘ (The Creat)

0


 কালোমেঘ একটি বর্ষজীবী  গুল্ম জাতীয় উদ্ভিদ। ইহা সাধারনত ১-৩ ফুট পর্যন্ত উচু হয়ে থাকে। ফুলের আকৃতি খুব ছোট, ফলে সাধারনত ১২ টি বীজ থাকে। সরল পাতা, বোটা ছোট। পাতা জালি সদৃস্য শিরা বিন্যাসযুক্ত। ক্যাপসুলের মতো লম্বাটে ফল হয় । বর্ষা থেকে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হয়। কালোমেঘ রক্ত পরিস্কারক, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক, রেচক ও কৃমিনাশক। জ্বর, পেটের রোগ, অজীর্ণ রক্ত আমাশয় ও ঘা -পাঁচরার চিকিৎসায় কার্যকরী । কালোমেঘিন ও এনড্রোগ্রাফোলাইড সহ বহু গ্লাইকোসাইড, ফ্লাভোনয়েড দ্রব্য ও স্টেরল এই ভেষজে বিদ্যমান থাকায় ইহা মানব দেহের জন্য খুবই কার্যকরী।  ঔষধে গাছের পাতা ও  সমগ্র  উদ্ভিদই ব্যবহার করা হয়।

সাধারণ গুণাগুণঃ

  • গ্রাম পরিমান কালোমেঘ কচলিয়ে রস বের করে সকাল-সন্ধ্যায় কিছুদিন খেলে খোস-পাঁচড়া রোগ সেরে যায়।
  • ৫-১০ গ্রাম পরিমান কালোমেঘ টুকরো টুকরো করে ১ কাপ পানিতে জ্বাল দিয়ে ১/২ কাপ থাকতে , ছেকে নিয়ে ঠান্ডা করে , সকাল ও রাতে খাওয়ার পর নিয়মিত কিছুদিন খেলে  লিভারজনীত সমস্যা ও পেটের সমস্যা দ্রুত নিরাময় হয়।
  • ১০ মিঃ লিঃ কালোমেঘ পাতার রস সকাল-সন্ধ্যায় নিয়মিত কিছুদিন খালি পেটে  খেলে রক্ত আমাশয় দ্রুত নিরাময় হয়। দীর্ঘ মেয়াদী জ্বর ভাল হয়ে যায়।
  • ছোট ছেলে- মেয়েদেরকে ১০ টা কালোমেঘ পাতার রস মধুর সাথে মিশিয়ে খেতে দিলে কোষ্ঠবদ্ধতা সেরে স্বাভাবিক পায়খানা হয়।
  • ৫ মিঃ লিঃ শিকড়সহ পাতার রস সমপরিমাণ কাঁচা-হলুদের রসের সাথে মিশ্রিত করে খেলে বায়ুপিত্ত নাশক ও কৃমি নাশকের  এক অতি কল্যানকর ঔষধ।




















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top