মুন্ডী গাছ প্রায় ১ ফুট উচু ছোট বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। পাতাগুলো ডিম্বাকৃতির মহা-ভিঙ্গরাজ পাতার মত কিনারা কাটা ও উভয় দিকে সাদা বর্ণের লোমযুক্ত।ফুল ছোট ও গোলাকার বেগুনী বর্ণের এবং ফল মসৃন। শীতকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত ফুল ও ফল হয়। মুন্ডী হালকা তিতা স্বাদযুক্ত। ফুল, পাতা ও মূল ঔষধে ব্যাবহার করা হয়।
সাধারণ গুণাগুণঃ
- ৫ মিঃগ্রাঃ শুষ্ক ফুল চুর্ণ ২৫০ মিঃ লিঃ ফুটন্ত গরম পানিতে মিশ্রিত করে নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার সেবন করলে প্রোষ্টেট গ্লান্ড বৃদ্ধি নিরাময় হয়।
- ৩-৪ মিঃগ্রাঃ শুষ্ক পাতা চুর্ণ ২৫০ মিঃ লিঃ ফুটন্ত গরম পানিতে মিশ্রিত করে নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার সেবন করলে স্নায়ুবিক দূর্ভলতায় উপকার পাওয়া যায়।
- ৫ মিঃগ্রাঃ শুষ্ক মূল চুর্ণ পানিসহ নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার সেবন করলে চর্মরোগ দ্রুত নিরাময় হয়।
- পরিমাণমত মুন্ডীর কাঁচা মূল বেটে আক্রান্ত স্থানে প্রলেব দিলে রক্ত অর্শ রোগেে উপকার পাওয়া যায়।
- ৫ মিঃ গ্রাঃ পরমিাণ শুষ্ক মুল চুর্ণ মধুসহ নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার সেবন করলে পাকস্থলীর দর্ভলতা সেরে হজম প্রক্রিয়া স্বাভাবিক হয়।
- মুন্ডির রস নিয়মিত কিছুদিন সেবন করলে অকালে চুল পাকা ও চুল পড়া রোধ করে।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

.jpg)

