গাব ( Black Catichu )

0

গাব অতি পরিচিত একটি দেশীয় ফল। গাব গাছ শাখা-প্রশাখা বিশিষ্ট মাঝারী ধরনের বৃক্ষ। কঁচি অবস্থায় ফলের গায়ের  রং ইটের মতো হয়, পাকলে ঈষৎ হলুদ রং হয়। ফলের শাঁস মিষ্টি ও কষা। গাবে রয়েছে অনেক বেশী পুষ্টি উপাদান, এসব পুষ্টি উপাদান আমাদের শরীরকে রক্ষা করে নানান রোগ থেকে। ডায়বেটিস রোগীদের জন্য কাঁচা গাব খুবই উপকারী। ডায়াবেটিস, হৃদরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই ফল। গাবে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। গাব অন্ত্রের বিভিন্ন রোগ এবং কোলণ ক্যান্সারের ঝুঁকি কমায়। গাবে রয়েছে পেকটিন, বিটুলিন, পিউপিওল এর মত শক্তিশালী উপাদান। যাহা শরীরবৃত্তিয় সমস্যা সমাধানে ভুমিকা রাখে। গাব গাছের ছাল, পাতা, ফুল, ফল ও বীজ ঔষধে ব্যবহৃত হয়।

সাধারণ গুণাগুণঃ

  • ৫ গ্রাম কচি ফল ও সমপরিমাণ ডালিমের বাকল একত্রে মিশিয়ে ২০০ মিঃলিঃ পানিতে জ্বাল েদিয়ে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে , নিয়মিত ১০/১২ দিন দৈনিক ২ বার করে সেবন করলে অতিরিক্ত ‍ঋতুস্রাব স্বাভাবিক হয়।
  • ৫ মিঃগ্রাঃ শুস্ক ফল চুর্ণ  ও  ২৫/৩০ মিঃলিঃ গুলঞ্চের রস  একত্রে মিশিয়ে  নিয়মিত ১০/১২ দিন দৈনিক ৩ বার করে সেবন করলে  গণোরিয়া ভাল  হয়।
  • ৫ মিঃগ্রাঃ শুস্ক ফল চুর্ণ ও সমপরিমাণ বেলশুঁঠ চূর্ণ  একত্রে মিশিয়ে  নিয়মিত ১০/১৫  দিন দৈনিক ৩ বার করে সেবন করলে  পুরাতন আমাশয় ও পাতলা পায়খানায় উপকার  হয়।
  • গাবের তৈরি রূপচর্চার উপাদান ব্যবহার করলে ত্বকের প্রদাহ কমে।
















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬


 


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top