পানি ফল একটি ভাসমান বিস্তৃত শৈবাল সদৃশ জলজ উদ্ভিদ। এ শৈবাল ভেষজের পাতাগুলো ২ থেকে ৩ ইঞ্চি চওড়া এবং ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা হয়। পানিফলগুলো ত্রিকোণাকার মোটা এবং দুই কোণে দুইটি ধারাল কাঁটা থাকে। ভাদ্র-আশ্বিন মাস থেকে ফল শুরু হয়ে মাঘ-ফাল্গুণ মাস পর্যন্ত পানিফল পাওয়া যায়। পানিফল ও গাছ ঔষধে ব্যবহার করা হয়। পানিফলে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণের কাজ করে। ভিটামিন ই ভরপুর থাকায় চুল ভাল রাখতে কার্যকরী পানিফল। পানিফল যৌনশক্তি বৃদ্ধিকারক, বীর্য্য তৈরি ও গাঢ় করে। পানিফল পিত্ত প্রদাহ, লিভার প্রদাহ নাশক। প্রস্রাব বৃদ্ধির মাধ্যমে শরীরের শোথ নাশক হিসেবে বিশেষ কার্যকরী।
সাধারণ গুণাগুণঃ
- ২ থেকে ৩ মিঃগ্রাঃ শুস্ক পানিফল চূর্ণ , সমপরিমাণ অশ্বগন্ধা চূর্ণ ও পরিমাণমত মধু একত্রে মিশিয়ে ২০০ মিঃলিঃ দুধসহ দৈনিক ২ বার নিয়মিত কিছু দিন সেবন করলে পুষ্টিহীনতা ও শারীরিক দুর্লবতায় উপকার পাওয়া যায়।
- ২ থেকে ৩ মিঃগ্রাঃ শুস্ক পানিফল চূর্ণ , ১০০ মিঃলিঃ ডালিম বাকলের রস একত্রে মিশিয়ে দৈনিক ২ বার নিয়মিত ৩০ দিন থেকে ৪৫ দিন নিয়মিত সেবন করলে শ্বেতপ্রদর ও জরায়ু দুর্বলতায় উপকার পাওয়া যায়।
- ২ থেকে ৩ মিঃগ্রাঃ শুস্ক পানিফল চূর্ণ , সমপরিমাণ শতমূলী চূর্ণ ও পরিমাণমত মধু একত্রে মিশিয়ে ২০০ মিঃলিঃ দুধসহ দৈনিক ২ বার আহারের পর পর নিয়মিত কিছু দিন সেবন করলে যৌন দুর্লবতায় উপকার পাওয়া যায়।
- কাঁচা পানিফল সেবনে শরীর ঠান্ডা হয়। পানিফলের শাঁস দিয়ে রুটি তৈরি করে নিয়মিত ২০ থেকে ২৫ দিন খেলে চর্মরোগ সেরে যায়।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি ইউ এম এস (ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



