শতমূলী বৃক্ষাশ্রয়ী শাখা-প্রশাখা বিশিষ্ট লতানো গাছ। এর শিকড়গুলো গুচ্ছবদ্ধ সরু মুলার মত। তাই গুচ্ছবদ্ধ অনেক মূলের কারনে ইহাকে শতমূলী বলা হয়। শতমূলীর লতায় ছোট ছোট লম্বা সরল কাটা থাকে। ফুলের মঞ্জরী সরু ১ থেকে ১.৫ ইঞ্চি লম্বা হয়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফুল হয়। ডিসেম্বর -জানুয়ারী মাসে ফল পাকে। গাছ বহুদিন বেচে থাকে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফুল ও ফল হয়। শতমূলী উৎকৃষ্ট যৌন শক্তি বর্দ্ধক, বীর্য সৃষ্টিকারক, বীর্য স্তম্বক, পুষ্টিকারক এবং বলকারক। শতমূল শুক্রমেহ, গণোরিয়া ও স্বপ্নদোষে উপকারী। শতমূলী গাছের মূলে শর্করাদ্রব্য ও গ্লাইকোসাইড এবং পাতায় স্যাপোনিন এর মত রাসায়নিক উপাদান বিদ্যমান থাকায় ইহা শরীরের জন্য খুবই উপকারী। গাছের মূল ঔষধী হিসেবে ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- ১৫ মিঃলিঃ কাঁচা মূলের রস , ২৫০ মিঃলিঃ দুধ ও ২ চা-চামচ মধু একত্রে মিশিয়ে নিয়মিত ১ সপ্তাহ , সকাল-সন্ধ্যা খালি পেটে সেবন করলে শারীরিক দুর্বলতায় উপকার পাওয়া যায়।
- ১০ গ্রাম পরিমান শুষ্ক মূল চুর্ণ ২৫০ মিঃলিঃ দুধসহ নিয়মিত ২০/২৫ দিন সকাল-সন্ধ্যা খালি পেটে সেবন করলে শুক্রমেহ ও স্বপ্নদোষে উপকার পাওয়া যায়।
- ১৫ মিঃলিঃ কাঁচা মূলের রস নিয়মিত ২০/২৫ দিন সকাল-সন্ধ্যা খালি পেটে সেবন করলে গণোরিয়ায় উপকার পাওয়া যায়।
আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



