পিপুল ( Mint )

0



  পিপুল এক প্রকার লতানো গাছ, এর পাতা দেখতে অনেকটা পান পাতার মত। ফলগুলো কাচা অবস্থায় সবুজ হরিদ্রা বর্ণের, পাকলে লাল বর্ণের এবং শুকনো অবস্থায় কৃষ্ণাভ ধূসর বর্ণ ধারণ করে। বর্ষাকালে ফুল ও শরৎকালে ফল হয়।  শিকড় ধূসর বাদামী ও লম্বালম্বিভাবে কুঁচকানো। পিপুল পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক। মেদ, হাঁপানি, বাত-ব্যথা ও প্লীহাবৃদ্ধিতে উপকারী। পিপুলে তরল ও কঠিন অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, শ্বেতসার ও শর্করার মত রাসায়নিক উপাদান বিদ্যমান থাকায় ইহা শরীরের জন্য খুবই উপকারী। গাছের পাতা, ফল, বীজ ও মূল ঔষধী হিসেবে ব্যবহৃত হয়।

সাধারণ গুণাগুণঃ
  • ২৫০ মিঃগ্রাঃ পিপুল চূর্ণ ১ চা-চামচ মধুর সাথে মিশিয়ে  নিয়মিত ২৫ থেকে ৩০ দিন সকাল ও রাতে আহারের পর  সেবন করলে  শরীরের মেদ কমে।  
  • ১ গ্রাম পরিমান পিপুল চূর্ণ মধুর সাথে মিশিয়ে  নিয়মিত ২৫ থেকে ৩০ দিন সকাল ও রাতে   সেবন করলে  কাশি ও হাঁপানি  রোগে উপকার পাওয়া যায়। 
  • ১৫০ মিঃগ্রাঃ  পিপুল চূর্ণ আধা চা-চামচ ঘীয়ে ভেজে  নিয়মিত ২৫ থেকে ৩০ দিন সকাল ও রাতে আহারের পর  সেবন করলে  স্মরণ শক্তি বৃদ্ধি পায়।
  • ২৫০ মিঃগ্রাঃ পিপুল চূর্ণ  গরম পানির সাথে মিশিয়ে  নিয়মিত কিছুদিন সকাল ও রাতে আহারের পর  সেবন করলে  হজমশক্তি বৃদ্ধি পায়।

  
















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top