ব্রাক্ষী শাক ( Indian Pennywort )

0




ব্রাহ্মী শাক লতানো জাতীয় উদ্ভিদ। ভিজা, স্যাঁতস্যাঁতে জমিতে এ লতানো উদ্ভিদটি জন্মে থাকে। লতার প্রতিটা গাট থেকে শিকড় বের হয় এবং ব্রাহ্মী শাকের কান্ড অত্যেন্ত কোমল ও রসযুক্ত। প্রায় সব শাক-সবজিতেই রয়েছে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। ব্রাহ্মী শাকে খুব উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ও   ফাইবার রয়েছে। যাহা  মানবদেহের জন্য খুবই উপকারী। গ্রীষ্মকালে সাদা বর্ণের ফুল হয়। ব্রাহ্মী শাক রক্ত পাতলা রাখতে সহায়তা করে যার ফলে রক্ত প্রবাহীত হয় সহজে এবং উচ্চ রক্ত চাপের ঝুঁকি হ্রাস পায়। ব্রাহ্মী শাকে ম্যানিটল, অ্যালকালয়েড,বেটুলিক ও বেটুলিক এ্যসিড এর মত মূল্যবান রাসায়নিক উপাদান বিদ্যমান থাকায় শরীরবৃত্তিয় সমস্যা সমাধানে ভুমিকা রাখে। ব্রাহ্মী শাক শুক্রতারল্যে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে বিশেষ কার্যকরী। ব্রাহ্মী শাক মস্তিষ্কের স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্ম দেওয়া কর্টিসল হরমোনের ক্ষরণ কমাতে শুরু করে এর ফলে ধীরে ধীরে মানসিক চাপ যেমন কমে তেমনি হারিয়ে যাওয়া মনের আনন্দ ও ফিরে আসে।  গাছের পাতা, শিকড়, রস তথা সমগ্র গাছই ঔষধী হিসেবে ব্যবহৃত হয়। 

    

সাধারণ গুণাগুণ
  • পাতা ও কচি ডাটার রস ৩০ মিঃলিঃ  ১ চা-চামচ মধুর সাথে মিশিয়ে নিয়মিত কয়েকদিন সকাল-সন্ধ্যায় খালি পেটে সেবন করলে বসন্তরোগ সেরে যায়।
  • ১০ মিঃলিঃ ব্রাহ্মীর রস ৫০ মিঃলিঃদুধের সাথে মিশিয়ে নিয়মিত কয়েকদিন সকাল-সন্ধ্যায় খালি পেটে সেবন করলে কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবের স্বল্পতায় উপকার পাওয়া যায়।
  • ১০ মিঃ লিঃ ব্রাহ্মীর রস, ১ চা-চামচ গরম ঘি এবং ৫০ মিঃলিঃ গরম দুধ একত্রে মিশিয়ে নিয়মিত ৪০/৫০ দিন রোজ সকালে  আহারের পর সেবন করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। 
  • ১০ মিঃ লিঃ ব্রাহ্মীর রস ১০০ মিঃলিঃ  গরম দুধের সাথে মিশিয়ে নিয়মিত ২ মাস সকাল-সন্ধ্যায় খালি পেটে সেবন করলে  মৃগীরোগে  উপকার পাওয়া যায়।
  • ১০ মিঃ লিঃ ব্রাহ্মীর রস, ১ চা-চামচ মধু ও  ১০০ মিঃলিঃ  গরম দুধের সাথে মিশিয়ে নিয়মিত কিছুদিন সকালে খালি পেটে সেবন করলে  শুক্রগাঢ় ও শুক্রানোর সংখ্যা বৃদ্ধি পায়। 
  • ২০ মিঃলিঃ ব্রাহ্মীর রস ১ চা-চামচ মধু একত্রে মিশিয়ে নিয়মিত ৫ থেকে ৭ দিন দৈনিক ২ বার করে সেবন করলে গলা ভাঙা উপসম হয় ও কন্ঠস্বর পরিস্কার হয়।
  • ২ টি আমলকি ও পরিমানমত  ব্রাহ্মী শাক একত্রে বেটে মাথার চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে, এভাবে নিয়মিত প্রতি সপ্তাহে ১ বার  করে  ২ মাস ব্যবহার করলে চুল বৃদ্ধি ও ঝলমলে চুল হয়।

                            আশাকরি আজকের  এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।












হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top