করমচা ( Karanda )

0



করমচা ঝোপ জাতীয় এবং তীক্ষ্ণ  জোড়া কাঁটাযুক্ত ভেষজ উদ্ভিদ। করমচা গাছ ১০ থেকে ১২ ফুট পযর্ন্ত উচু হয়ে থাকে। ফল কাচা অবস্থায় সাদা বা গোলাপী বর্ণের হয় এবং পাকা অবস্থায় লাল বা কালো বর্ণ ধারণ করে। প্রতিটি ফলে ৪/৫ টি বীজ থাকে। ফল টক স্বাদ বিশিষ্ট । করমচা স্নায়ু উদ্দীপক ও হৃদযন্ত্রের শক্তিবর্ধক। হযমকারক  ও পাকস্থলীর শক্তিবর্ধক। করমচাতে কোন ফ্যাট বা কোলেস্টেরল না থাকায়, ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য এ ফল খুব উপকারী। করমচায় হৃদযন্ত্রের উপর কার্যকরী ক্যারিসোন, বিটা-সিস্টোস্টেরল, ক্যারিনোডোন সহ আরো মূল্যবান উপাদান বিদ্যমান থাকায় এটি মানব দেহের জন্য খুব উপকারী ফল। করমচার ফল, পাতা ও শিকড় ঔষধে ব্যবহৃত হয়।

সাধারণ গুণাগুণঃ

  • ৫ টি পাকা করমচা ৩ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেকে ঐ পানিটুকু নিয়মিত ১৫ থেকে ২০ দিন সেবন করলে অধিক পিপাসা ও সাধারণ দূর্বলতায় উপকার পাওয়া যায়।
  • ৩ গ্রাম পরিমাণ শুস্ক পাকা ফল ৩ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেকে  এক ছিমটি মরিচের গুরো মিশিয়ে ঐ পানিটুকু নিয়মিত ১ থেকে ২ মাস সেবন করলে  যে কোন প্রকার বাতের ব্যথায় উপকার পাওয়া যায়।
  • ২ গ্রাম পরিমাণ শুস্ক ফল চুর্ণ , সমপরিমাণ জৈন চুর্ণ ও ১ গ্রাম পরিমাণ বিটলবণ একত্রে মিশিয়ে নিয়মিত ৭/৮ দিন দৈনিক ২ বার করে আহারের পানিসহ সেবন করলে হজমশক্তি হ্রাস ও পেট ফাঁপায় উপকার পাওয়া যায়।

                                আশাকরি আজকের  আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।









হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top