বনধনে / মিছরী দানা (

0


 

বনধনে ১ থেকে ২ ফুট পর্যন্ত উচু  বিশিষ্ট  ভেষজ উদ্ভিদ। ছোট ছোট পাতার কিনারা করাতের মত খাঁজ কাটা। পাতার বোটার কাছে ধনিয়ার মত ছোট ছোট ফল ধরে। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ হয়। বনধনে কাশি ও হুপিংকাশি সহ ফুসফুসের বিভিন্ন রোগে উপকারী। সেমিনাল ফ্লইড বা বীর্য হল তরলের সংমিশ্রণ যা পুরুষ প্রজনন ট্রাক্টের বিভিন্ন গ্রন্থি থেকে আসে, এবং এতে শুক্রাণো কোষের পাশাপাশি অন্যান্য পদার্থ যেমনঃ- ফ্রক্টোজ, প্রোটিন, এনজাইম, জিঙ্ক, প্রোস্টাগ্লান্ডিন এবং সাইট্রিক অ্যাসিড বিদ্যমান থাকে। তাই বনধনে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। বনধনে পাতা ব্যবহার করলে খাদ্যে মিষ্টি ঠিকই থাকে কিন্তু ক্যালরী কম থাকে। শরীরে ক্যালরী কম গ্রহণ করলে , শরীরের ওজন বাড়ার প্রবনতা কমে যায়। বনধনে ব্যবহারের ফলে রক্তের ইনসুলিনের মাত্রা বৃদ্ধি হতে বাদা প্রদান করে। ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই গাছের পাতা, ফল, মূল, ছাল সবই মানব দেহের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 

সাধারণ গুণাগুণঃ


                                                           

          আশাকরি আজকের  আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।



চলমান....................................

হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top