তেজ পাতা ( Bay Leaf )

0



      তেজপাতা একটি সুগন্ধ যুক্ত ঔষধী পাতা। এটি এক প্রকার মাঝারী আকারের ভেষজ বৃক্ষ। পাতা কচি অবস্থায় লাল, পরিপক্ষ  হলে কাঁচা অবস্থায় গাঢ় সবুজ এবং শুকনো অবস্থায় হালকা বাদামী রং ধারণ করে। মার্চ- এপ্রিল মাসে ফুল হয়। ফল অনেকটা গোলমরিচের মত, পাকা অবস্থায় কালো বর্ণ ধারণ করে। তেজপাতা হৃদযন্ত্র, মস্তিষ্ক ও লিভারের শক্তিবর্ধক। পুষ্টিকারক ও যৌনশক্তি বর্ধক, পাকস্থলী ও অন্ত্রের ব্যাথানিবারক। তেজপাতায় ইউজেনল, আইসো-ইউজেনল, ফিলাড্রিন ও সিনাম্যালডিহাইড সমৃদ্ধ উদ্বায়ী তেল বিদ্যমান থাকায় ইহা মানবদেহের জন্য খুবই উপকারী। তেজপাতা গাছের ছাল ও পাতা ঔষধে ব্যবহৃত হয়ে থাকে।

সাধারণ গুণাগুণঃ
  • ২ গ্রাম পরিমাণ শুষ্ক তেজপাতা চূর্ণ  ২ চা-চামচ মধুর সাথে মিশিয়ে নিয়মিত ২০/২৫ দিন , দৈনিক ২ বার করে সেবন করলে মস্তিষ্ক, হৃদযন্ত্র ও লিভারের দুর্বলতায় উপকার পাওয়া যায়।

  • ২ গ্রাম পরিমাণ শুষ্ক তেজপাতা চূর্ণ , সামান্য পরিমাণ বিট লবণ ও শুকনো আদা একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন দৈনিক ২/৩ বার গরম পানিসহ সেবন করলে পাকস্থলী ও অন্ত্রের ব্যথা নিরসন হয়।

  • ৩ গ্রাম পরিমাণ তেজপাতা চূর্ণ, ৪ চা-চামচ মধু ও সামান্য পরিমাণ দারুচিনি চূর্ণ একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন সেবন করলে, শারীরিক ও যৌন দুর্বলতায় বিশেষ উপকার পাওয়া যায়।
                                                     
                                                     
                 আশাকরি আজকের  এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন। ধন্যবাদ।





















হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬




Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top