চালতা অনেকটা গোলাকৃতির ফল। এটি মাঝারী ধরণের ৪০ থেকে ৪৫ ফুট উচু বিশিষ্ট একটি ভেষজ বৃক্ষ। গাত্রবর্ণ ধূসর, পাতা সরল, সুস্পষ্ট শিরা বিশিষ্ট ২০ থেকে ২৫ সেঃমিঃ লম্বা হয়। ফুল বড় আকৃতির সাদা বর্ণের কিছুটা সুগন্ধযুক্ত। মে-জুন মাসে ফুল হয়, তার পর ফল, ফল পাকে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে। ফলগুলো কাচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদাভ ও সুগন্ধযুক্ত হয়। চালতা হজমকারক, বায়ুনাশক, বলকারক, খাদ্যের বিষক্রিয়া প্রশমক, শুক্রবর্ধক ও চুলপড়া রোধকে বিশেষভাবে কার্যকর। চালতা ফলের প্রধান উপাদান ট্যানিন, বিভিন্ন জৈব এসিড, ফ্ল্যাভোনয়েড দ্রব্য, লুপিয়ল , সাইটোস্টেরল ও জৈব এসিড বিদ্যমান থাকায় চালতা মানব দেহের জন্য খুবই উপকারী। চালতার পাতা, মুলের ছাল ও ফল ঔষধে ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- ৫-১০ মিঃলিঃ পরিপক্ক ফলের রস , সমপরিমাণ পানিসহ নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার করে সেবন করলে হজমশক্তি বৃদ্ধি ও পেটের বায়ু নিঃসরণে সহায়তা করে।
- প্রয়োজনমত ফলের রস নিয়মিত কিছুদিন চুলের গোড়ায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে সাহায্য করে।
- ৫-১০ মিঃলিঃ পরিপক্ক মিষ্টি ফলের রস , সমপরিমাণ পানিসহ নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার করে আহারের পূর্বে সেবন করলে সাধারণ দূর্বলতা ও শুক্রস্বল্পতায় উপকার পাওয়া যায়।
- ৫-১০ মিঃলিঃ ছালের নির্যাস সমপরিমান পানিসহ ৪ ঘন্টা পরপর সেবন করলে, খাদ্যের বিষক্রিয়ায় উপকার পাওয়া যায়।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



