ধাইফুল একটি গুল্ম জাতীয় ভেষজ উদ্ভিদ, যার শাখা-প্রশাখা গুলো বিস্তৃত এবং ছাল মসৃণ ও বাদামী বর্ণের। পাতা ২ থেকে ৪ ইঞ্চি বর্শাকৃতি এবং পাতার বোটার দিকটা গোলাকার হৃদপিন্ডাকৃতির। এর উপর নীচ দুই দিকই সূক্ষ্ম কোমল রোমাবৃত। একটি পুষ্পদন্ডে ছোট বোটায় গুচ্ছবদ্ধ উজ্জ্বল লাল বর্ণের ফুল হয়। শীতকালে ফুল হয় এবং গ্রীষ্মকালে ফল পাকে। ধাইফুল রক্তদুষ্টি ও পিত্ত জনিত রোগে উপকারী এবং প্রদর, রক্ত প্রদর, ও শুক্রতারল্য নাশক এবঙ যকৃত বা লিভার দোষে উপকারী। ধাইফুল রক্ত অর্শে ও কার্যকরী। বিষনাশক, পাতলা পায়খানা ও আমাশয়ে বিশেষ কার্যকরী। ধাইফুল ট্যানিন সমৃদ্ধ। ফুল থেকে উডফরডিন-এ, উডফরডিন-বি, উডফরডিন-সি, ডি, ই , এবং এফ উপাদান রয়েছে। ঔষধে ফুল ও পাতা ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- ৩ গ্রাম ধাইফুলের সাথে ১ গ্রাম ডালিম ফুল মিশিয়ে ২০০ মিঃলিঃ পানিতে জ্বাল করে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে ছেকে নিয়ে নিয়মিত ১-২ মাস, দৈনিক ২ বার সেবন করলে অনিয়মিত ঋতুস্রাব ও জরায়ুর প্রদাহে উপকার পাওয়া যায়।
- ৫ গ্রাম ধাইফুলের সাথে সমপরিমাণ বেলশুঁঠ মিশিয়ে ২০০ মিঃলিঃ পানিতে জ্বাল করে ১০০ মিঃলিঃ থাকতে নামিয়ে ছেকে নিয়ে নিয়মিত ৭-১০ দিন দৈনিক ২-৩ বার করে সেবন করলে আমাশয় ও পাতলা পায়খানায় উপকার পাওয়া যায়।
- ৩ গ্রাম পরিমাণ ধাইফুল চুর্ণ ও ২ গ্রাম পরিমাণ অশ্বগন্ধা চুর্ণ মিশিয়ে নিয়মিত ১-২ মাস, দৈনিক ২ বার সেবন করলে শুক্রতারল্যে উপকার পাওয়া যায়।
- শরীরের কোন অংশে ক্ষত হলে আক্রান্ত স্থানে ধাইফুল চর্ণ লাগালে , ক্ষত সেরে যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



