মোটা বচ এক প্রকার পাতা বহুল গুল্ম জাতীয় ভেষজ। ইহা সাধারণত ৬ থেকে ৭ ফুট উচু হয়ে থাকে। উদ্ভিদটির উপরের অংশ মরে গেলেও বহুবর্ষজীবী কন্দমুল হিসাবে এটি বিনষ্ট হয় না। পাতা ২ ফুট পর্যন্ত লম্বা এবং বেশ চওড়া হয়। ছোট ছোট ফুল এবং হাফ ইঞ্চির মত ফল হয়। ফলের মধ্যে ৩ থেকে ৬ টি বীজ থাকে । বীজ কন্দ মূলের মত উগ্র গন্ধ বিশিষ্ট হয়। কন্দমূল গাঢ় কমলা বর্ণের, স্বাদ তিক্ত ও গন্ধ ঝাঝালো হয়ে থাকে। মোটা বচ পাকস্থলীর শক্তিবর্ধক, হজমকারক, কফনিঃসারক, উত্তেজক ও সাধারণ বলকারক। মাথাব্যথা, ডায়াবেটিস, বাত বেদনা, ব্রংকাইটিস, যৌনদুর্বলতা, কিডনী ও লিভারের অসুখে কার্যকরী। মোটা বচে গ্যালাঙ্গিন, ক্যামফর, সিনিওল, মিথাইল-সিনামেট, মনোটারপিন এর মত মূল্যবান রাসায়নিক উপাদান বিদ্যমান থাকে। ঔষধে গাছের কন্দ মূল ব্যবহৃত হয়।
সাধারণ গুণাগুণঃ
- ৫০০ মিঃগ্রাঃ পরিমাণ কন্দমূল মধুর সাথে মিশিয়ে , নিয়মিত ১৫-২০ দিন দৈনিক ২ বার করে সেবন করলে শ্বাসকষ্টে উপকার পাওয়া যায়।
- ২৫০ মিঃগ্রাঃ পরিমাণ কন্দমূল মধুর সাথে মিশিয়ে , নিয়মিত ১-২ মাস দৈনিক ২ বার করে সেবন করলে ঘন ঘন মুত্রত্যাগ ও মুত্রথলির দুর্বলতায় উপকার পাওয়া যায়।
- ৫০০ মিঃগ্রাঃ পরিমাণ কন্দমূল ও সমপরিমাণ শুঁঠ চুর্ণ মধুর সাথে মিশিয়ে , নিয়মিত কিছুদিন দৈনিক ৩ বার করে সেবন করলে গলা ব্যথা ও কাশিতে উপকার পাওয়া যায়।
- ১ গ্রাম পরিমাণ কন্দমূল ও সমপরিমাণ জৈন চুর্ণ ও কালো লবণে একত্রে মিশিয়ে , নিয়মিত কিছুদিন দৈনিক ২ বার করে আহারের পর সেবন করলে হজমশক্তি বৃদ্ধি ও পেটফাঁপায় উপকার পাওয়া যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস (ঢাকা)কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬



