গন্ধভাদালি পাতা (Stinkvine)

2


 গন্ধভাদালি একটি লতানো গাছ। গন্ধভাদালি পাতা চিনার উপায় হলো, পাতা কচলিয়ে নাকে ঘ্রাণ নিলে বিষ্টার ন্যায় উৎকৃষ্ট গন্ধ পাওয়া যায়। ইহা বাত -ব্যথা ও আমাশয় নিরাময়ে উত্তম ঔষধী গাছ হিসেবে পরিচিত।

সাধারণ গুণাগুণঃ
  • শরীরের কোন অঙ্গ স্পর্শশক্তি কমে গেলে, গন্ধভাদালি পাতার রস নিয়মিত কিছুনি খেলে এবং আক্রান্ত অঙ্গে মালিশ করলে অবস অঙ্গে সজিবতা ফিরে আসে।
  • যে কোন প্রকার বাত রোগে গন্ধভাদালি পাতার রস নিয়মিত কিছুদিন খেলে এবং রস গরম করে আক্রান্ত স্থানে মালিশ করলে উপকার পাওয়া যায়।
  • যে সব পুরুষের শুক্র তারল্য ও পরিমাণে শুক্র ক্ষরণ কম হয়। গন্ধভাদালি পাতার রস ১০ মিঃলিঃ করে এক গ্লাস হাল্কা গরম দুধের সাথে মিশিয়ে কিছুদিল খেলে দ্রুত নিরাময় হয়।
  • আমাশয় রোগে ২ চা-চামচ গন্ধভাদালি পাতার রস এবং ১ চা-চামচ মধু একত্রে মিশিয়ে নিয়মিত কিছুদিন খেলে নিরাময় হয়।
  • অর্শ বা ফাইল্ স হলে গন্ধভাদালি পাতার রস ২ চা-চামচ ও কাঁচা হলুদ বেটে ৫ মিঃগ্রাঃ পরিমাণ করে নিয়মিত ১ মাস খেলে , অর্শের জ্বালা যন্ত্রনা, ফোলা কমে  অর্বশের বলি মিলিয়ে যায়।



















                                                                                                                                                                                                               হাকীম মোঃ গাজীউর রহমান,ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬
                                                                         

Post a Comment

2 Comments
Post a Comment
To Top