কেশরাজ সুক্ষ্ণ লোমযুক্ত গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ। গ্রীষ্ম ও বর্ষাকালে ফুল ও ফল হয়।পুষ্পমঞ্জরী ক্যাপিচুলাম জাতীয় বৃন্তযুক্ত। ফুল সাদা বর্ণের এবং বীজ কালো বর্ণের।
সাধারণ গুণাগুণঃ
- কেশরাজ তাজা পাতার রস ১ চা-চামচ পরিমাণ প্রতিদিন খালী পেটে নিয়মিত কিছুদিন খেলে জন্ডিস রোগে দ্রুত আরোগ্যলাব হয়।
- প্রস্রাবে জ্বালা-যন্ত্রণা কররে ভৃঙ্গরাজ গাছের শিকড়ের রস খেলে জ্বালা-যন্ত্রণা দ্রুত নিরাময় হয।
- কেশরাজ পাতার রস পান করলে চোখের জ্যোতি ও যৌনশক্তি বৃদ্ধি পায়।
- কেশরাজ পাতার রস দ্বারা কুলি করলে দাঁতের ব্যথা ও মূখের ঘা দূর হয়।
- শরীরের কোন অঙ্গে দাদ বা চর্মরোগ হলে, কেশরাজ পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেব দিলে সর্বপ্রকার দাদ বা চর্মরোগ সেরে যায়।
- ভৃঙ্গরাজ পাতার রস ১০/১৫ মিঃলিঃ সমমান খাবার লবন সহ খেলে তৎক্ষনাৎ শুল বেদনা ও পেট ব্যথা দূর হয়ে পরিপাকশক্তি বৃদ্ধি পায়।
- ভৃঙ্গরাজ পাতার রস প্লীহা রোগ দূরভীত করতে অদ্বিতীয়।
- কেশরাজ পাতা ও দূর্বা ঘাস একত্রে বেটে প্রলেব দিলে সাদা-পোড়া দাগ স্বাভাবিক হয়ে যায়।
আশাকরি আজকের এই আর্টিকেল থেকে আপনি কিছুটা হলে ও উপকৃত হয়েছেন। ব্লগগুলো নিয়মিত পড়লে চিকিৎসা বিষয়ক নতুন নতুন তথ্য পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।
হাকীম মোঃ গাজীউর রহমান ফিরোজ
ডি,ইউ,এম,এস,(ঢাকা), কিউ,এইচ,সি,এ
ইউনানী ফিজিশিয়ান
মেবাইল নং ০১৭১৫-৪৯৮১০৬




কেশরাজ তেলের দাম কত?
ReplyDelete